একজন সাধারণ বিনিয়োগকারী পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলসের ৫ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মো. হাবিবুর রহমান ইস্টার্ন কেবলসের একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি ৫ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
নিয়মানুযায়ী ব্লক মার্কেট থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি। মো. হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা এই কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার ধারণ করছেন।
রোববার ইস্টার্ন কেবলসের শেয়ার সর্বশেষ ১৬০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে ইস্টার্ন ক্যাবলস।