1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

টেলিকমিউনিকেশন থেকে রিটার্ন পেলো বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের মাধ্যমে গত সপ্তাহে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগের রিটার্নের হার ১৮ দশমিক ৩ শতাংশ। সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীরা ১৪টি থেকে রিটার্ন পেয়েছে। রিটার্নের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে টেলিকমিউনিকেশন খাত। এ খাতের বাজার মূলধনের পরিমাণ ৭৭ হাজার ১২৪ কোটি টাকা।

রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত। আলোচ্য খাত থেকে বিনিয়োগকারীরা ১৩ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। এখাতের বাজার মূলধন ২০ হাজার ৯৮১ কোটি টাকা। এ খাতের পরিস্থিতি খারাপ হলেও বিনিয়োগকারীরা ব্যাংকের চেয়ে ভালো রিটার্ন পেয়েছে। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে সিমেন্ট খাত।

এ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা গত সপ্তাহে ৯ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছে। সেবা খাতের রিটার্নের হার ৯ দশমিক ৪ শতাংশ। মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ৮ শতাংশ রিটার্ন পেয়েছে। ব্যাংক খাতে রিটার্নের পরিমাণ দাঁড়িয়েছে ৭ শতাংশ। যা আমানতের সুদের হারের চেয়ে বেশি। অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ৫ দশমিক ৭ শতাংশ রিটার্ন পেয়েছে। জ্বালানি খাত থেকে ৪ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।

সিরামিক খাতের রিটার্নের হার ৪ দশমিক ২ শতাংশ। এছাড়া, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২ দশমিক ২ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ১ শতাংশ, ভ্রমন খাতের দশমিক ৬ শতাংশ, বিমা খাতের রিটার্নের হার দশমিক ৩ শতাংশ, ফার্মাসিউটিক্যালস খাতের রিটার্নের হার দশমিক ১ শতাংশ।
এদিকে, আইটি, কাগজ, প্রকৌশল, পাট খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পায়নি বিনিয়োগকারীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫