দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেনের নেতৃত্ব দিয়েছে বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান। এরমধ্যে বেক্সিমকো লেনদেনের শীর্ষে অবস্থান করছে। কোম্পানিটির ৮১২ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ৮ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এরপরের অবস্থানেই রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির ৭৭১ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৭ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ৫০৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ডিএসইর মোট লেনদেনে ৫ দশমিক ৬ শতাংশ অবদান রয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পাওয়ার গ্রিড কোম্পানি, ন্যাশনাল ব্যাংক, একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আলোচ্য দশটি কোম্পানি গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩৮ দশমিক ৪৬ শতাংশ দখল করে আছে।