1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

সাড়ে ৩২ কোটি টাকার শেয়ার কিনলেন কোম্পানির এমডি

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী পূর্বঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানটির ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। যার বাজার মূল্য কমবেশি সাড়ে ৩২ কোটি টাকা।

আজ সোমবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে লেনদেন সম্পন্ন করার তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিটির শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর পর্যন্ত তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৪০ লাখ শেয়ারের মালিক। এর আগে ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।

চলতি মাসের শুরুতে দুই পরিচালক ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়া চলতি অর্থবছরের প্রথমার্ধে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নিট মুনাফা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৬৯ কোটি ৬৪ লাখ টাকায় পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ১২৪ কোটি ৫৯ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির নিট আয় ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির আয় ১৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। কোম্পানির মুনাফা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬০ কোটি টাকায় পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৫২৪ কোটি ৫২ লাখ টাকা।

১৯৫৮ সালে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৯১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ