বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসের ১৭ দিনের মধ্যে এটি চতুর্থবারের মতো দাম বাড়ানো হলো। ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকায় পৌঁছেছে। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই নতুন দাম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এটি চলতি মাসে স্বর্ণের দাম বাড়ানোর চতুর্থ ঘটনা, পূর্বে ১ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছিল। এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের বাজারে উদ্বেগ সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্রেতাই দাম আরও বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন।
এদিকে, স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের উর্ধ্বগতির পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে স্বর্ণ আমদানির খরচ বৃদ্ধি উল্লেখ করা হচ্ছে। দেশের স্বর্ণ শিল্পে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে, এবং এটি সাধারণ জনগণের জন্য একটি আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।
সর্বশেষ স্বর্ণের দাম বৃদ্ধির ফলে ২২ ক্যারেটের স্বর্ণ এক ভরি ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা হয়ে গেছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি।