1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

একনজরে মুনাফা কমেছে যেসব ব্যাংকের

  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

চলমান বৈশিক মহামারি করোনা ভাইরাস ও নয়-ছয় সুদহার বড় আঘাত হেনেছে দেশের ব্যাংকের পরিচালন মুনাফায়। এতে বিদায়ী বছরে পরিচালন মুনাফা কমেছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের।

ব্যাংকগুলো হচ্ছে : সাউথইস্ট ব্যাংক, আলআরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেঘনা ব্যাংক, সাউথইস্ট এগ্রিকালচার ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও মধুমতি ব্যাংক লিমিটেড।

এদিকে করোনার ক্ষতি মোকাবেলায় একাধিক দফায় সুদ আদায় স্থগিত রাখা হয়। এছাড়া নয়-ছয় সুদহার বাস্তবায়নের কারণে কমেছে সুদ বাদ আয়।

অন্যদিকে আমদানি-রপ্তানির ধীর গতির কারণে কমিশন আয়েও ধস নেমেছে।

সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংকের এ বছর পরিচালন মুনাফা হয়েছে ৭৭০ কোটি টাকা যা আগের বছর ছিল এক হাজার ৬০ কোটি টাকা।

২০১৯ সালে আলআরাফা ইসলামী ব্যাংক ৮০১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। বিদায়ী বছলে ব্যাংকটির পরিচালন মুনাফা কমে হয়েছে ৭১০ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭৪১ কোটি টাকা। আগের বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৭৮০ কোটি টাকা।

পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা এক হাজার ৫০ কোটি টাকা থেকে ৯৩৫ কোটি টাকায় নেমেছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিদায়ী বছরে পরিচালন মুনাফা করেছে ৮৫০ কোটি টাকা,যা আগের বছর ৯০০ কোটি টাকা ছিল।

২০১৯ সালে যমুনা ব্যাংক ৭৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। বিদায়ী বছরে তা ৮০ কোটি টাকা কমে ৬৫০ কোটি টাকা হয়েছে।

মেঘনা ব্যাংকের পরিচালন মুনাফা ১২৩ কোটি টাকা থেকে ৮৫ কোটি টাকায় নেমেছে।

সাউথইস্ট এগ্রিকালচার ব্যাংকের মুনাফা হয়েছে ১৫২ কোটি টাকা, যা আগের বছর ২২৬ কোটি টাকা ছিল।

তবে বিদায়ী বছরে কয়েকটি ব্যাংক পরিচালন মুনাফা বাড়াতেও সক্ষম হয়েছে।

আলোচিত সময়ে ৩২৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে এনআরবিসি ব্যাংক। আগের বছরের একই সময়ে ২৬৫ কোটি টাকা মুনাফা অর্জন করে ব্যাংকটি।

মধুমতি ব্যাংকের মুনাফা ২১০ কোটি টাকা থেকে বেড়ে ২৭৮ কোটি টাকা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫