দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষে স্থানে উঠে এসেছে এনার্জিপ্যাকের শেয়ার।
ডিএসই জানিয়েছে, সপ্তাহজুড়ে এনার্জিপ্যাকের দর বেড়েছে ৫৯.১২ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা।
দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৪.৪৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা।
তালিকার তৃতীয় স্থানে ৩৩.৩৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। গেল সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ২৫.৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫.০০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২৪.৪৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩.৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০.৫৩ শতাংশ দর বেড়েছে।