পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চললেও, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বর্তমানে ১৫ দিনের বিদেশ সফরের জন্য যাচ্ছেন। তিনি তাঁর মেয়েকে মালয়েশিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি করাতে সহায়তা করবেন বলে জানা গেছে। তবে এই সফরকে ঘিরে বাজারে নানা গুঞ্জনও রয়েছে।
গত ১২ ডিসেম্বর, প্রশাসনিক অনুমোদন নিয়ে খন্দকার রাশেদ মাকসুদ ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশে ছুটি কাটাবেন। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ে তিনি স্ত্রী ও মেয়ে নিয়ে মালয়েশিয়া যাবেন।
তবে সরকারের আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তিনি ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় নিজস্ব তহবিল থেকে বহন করবেন এবং বিএসইসি বা বাংলাদেশ সরকার তার ভ্রমণের খরচ বহন করবে না। এছাড়া, তার ভ্রমণের সময়কালে তিনি কোনো সরকারি বেতন বা ভাতা গ্রহণ করবেন না এবং তার বিদেশ সফর ছুটির আওতায় থাকবে।
এদিকে, দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, আওয়ামী লীগের শাসনামলে পুঁজিবাজারের সংকট বৃদ্ধি পেয়েছে, যার ফলে পুঁজিবাজারের সূচক, বাজারমূলধন এবং তরলতা কমে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও, পুঁজিবাজারের পরিস্থিতি যেন অবনতির দিকে যাচ্ছে।