সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- মুন্নু ফেব্রিক্স , এক্সপ্রেস ইন্সুরেন্স, রিলায়েন্স ১, আলহাজ টেক্সটাইল এবং বিচ হ্যাচারি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে রিলাইন্স ওয়ান ২৪ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স। এদিন কোম্পানিটির১৮ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্স ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ১।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইল ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা এবং বিচ হ্যাচারি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।