1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

পুঁজিবাজারে টানা পতনে সর্বশান্তের পথে বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। আজকের দিন নিয়ে টানা ৬ কর্মদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের অব্যাহত পতনে সর্বশান্তের পথে বিনিয়োগকারীরা।

জানা যায়, সর্বশেষ গত ৪ ডিসেম্বর শেয়ারবাজারে উত্থান হয়েছিল। ওই দিন শেয়ারবাজারের সূচক ১২ পয়েন্ট বেড়েছিল। তবে এরপরের ৬ কর্মদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এই টানা পতনে শেয়ারবাজার থেকে ১৩৩ পয়েন্ট সূচক কমেছে। আর বিনিয়োগকারীরা বাজার থেকে হারিয়েছেন ১৪ হাজার ৩২৯ কোটি টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নানান উদ্যোগের পরও শেয়ারবাজারে টানা পতন। অব্যাহত পতনে বিনিয়োগকারীরা তাদের মূলধনের সাড়ে ১৪ হাজার কোটি টাকা হারিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার প্রধান কাজ হচ্ছে শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করা। কিন্তু তারা বাজারকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে তারাই ভালো বলতে পাবে। বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা দেওয়াও নিয়ন্ত্রক সংস্থার কাজ। পুঁজির নিশ্চয়তা না পেলে এই বাজারে বিনিয়োগকারীদের ধরে রাখা কঠিন হয়ে যাবে। কাজেই ইতিবাচক বাজারের নিশ্চতয়তা নিয়ন্ত্রক সংস্থাকেই নিশ্চিত করতে হবে।

জানা যায়, বৃহস্পতিবার সামান্য পতনে শুরু হয় লেনদেন। মাত্র এক মিনিটের মধ্যেই বাজার ইতিবাচক প্রবণতায় উঠে যায়। এরপর আবার পতন হলেও ১০টা ৫৫ মিনিটের দিকে আবার ইতিবাচক প্রবণতায় চলে আসে সূচক। দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত উত্থানেই হচ্ছিল লেনদেন। এরপর আবার নেতিবাচক ও ইতিবাচক প্রবণতায় লেনদেন হলেও শেষ পর্যন্ত পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে পতন হলেও টাকার পরিমাণে লেনদেন আগের কর্মদিবস থেকে কিছুটা বেড়েছে। তবে বাজার থেকে বিনিয়োগকারীরা হারিয়েছে ৮৬১ কোটি টাকা।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.০৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৫২ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকার বা ১৫ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির বা ২৬.৬৫ শতাংশের, কমেছে ১৯৮টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৯১টির বা ২৩.০৯ শতাংশের। অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৪০টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩০৪ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আয় বেড়েছে ইফাদ অটোসের

  • ৩১ জানুয়ারী ২০২৫
  • আজ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • topten

    আজ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • আয় কমেছে বিবিএসের

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • আয় বেড়েছে মতিন স্পিনিংয়ের

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৯ জানুয়ারী ২০২৫