পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অপরাধে চার ব্যক্তি বিনিয়োগকারী ও দুই কোম্পানি এবং দুটি ফান্ডকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম, তাদের কন্যা ও বীকন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক রিসানা করিম রয়েছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫কম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
যেসব ব্যক্তি বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে তারা হচ্ছেন-বীকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম, তাদের কন্যা, বীকন ফার্মাসিউটিক্যালসের পরিচালক রিসানা করিম ও সোহেল আলম।
জরিমানার কবলে পড়া কোম্পানি দুটি হচ্ছে- বীকন ফার্মাসিটিক্যালস লিমটেড ও বীকন মেডিকেয়ার লিমিটেড। এছাড়া বীকন ফার্মার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ও বীকন ফার্মার এমপ্লয়ি গ্রাচুইটি ফান্ড (ইজিএফ) কে জরিমানা করা হয়েছে।
ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে রিসানা করিমকে ৬ কোটি টাকা, মোঃ সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ টাকা, নূরুন নাহার করিমকে ১০ লাখ টাকা, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা এবং এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইপিএফকে ১ কোটি ৪৫ লাখ টাকা, বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইজিএফকে ১ কোটি টাকা, বীকন ফার্মাসিটিক্যালস লিমটেডকে ১ লাখ টাকা, বীকন মেডিকেয়ার লিমিটেডকে ৫ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ, মোহাম্মদ এবাদুল করিম সদ্য ভেঙ্গে দেওয়া জাতীয় সংসদে আওয়ামীলীগ দলীয় এমপি ছিলেন। তিনি ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের কর্ণধার ওবায়দুর করিমের ভাই।