বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮১টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ফার কেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ফার কেমিক্যালের ক্লোজিং দর ছিল ১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফার কেমিক্যাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে,মাইডাস ফাইন্যান্সিংয়ের ১০ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৯.৯৭ শতাংশ, রবি আজিয়াটার ৯.৯৩ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৯.৮৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৮৭ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৫৭ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৫২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৮.৯৭ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৮.৯৭ শতাংশ বেড়েছে।