1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

এস আলমের নামে দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপির মামলা

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

দেশের আর্থিক খাতের বহুল আলোচিত ব্যবসায়িক শিল্প গ্রুপ এস আলমের নামে দুই হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংক পিএলসি। রোববার (১ ডিসেম্বর) গ্রুপটির দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম বলেন, “অর্থঋণ আদালতে জনতা ব‍্যাংক আজকে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মামলা দায়ের করেছে।”

উল্লেখ্য, জনতা ব্যাংক চট্টগ্রামের দুই শাখা থেকে নামে-বেনামে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপের প্রতিষ্ঠান। সময়মতো ঋণ শোধ না করায় ইতোমধ্যে গ্রুপটির সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক সাধারণ বীমা শাখা।

জানা যায়, এস আলম গ্রুপ ও এর সংশ্লিষ্টরা জনতা ব্যাংকের সাধারণ বীমা শাখা থেকে ১৪ বছরে প্রায় ৯ হাজার ৭০০ কোটি টাকা ঋণ নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক বছর পর ২০১০ সাল থেকে এভাবে ঋণ নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি।

২০১৫ পর্যন্ত ঋণের পরিমাণ ছিল সর্বোচ্চ ২ হাজার কোটি টাকা। তবে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১৫ থেকে– ঊর্ধ্বতন কর্তাদের চাপে গত ৯ বছরে কমপক্ষে আরো ৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে শাখাটি।

এস আলম রিফাইন্ড সুগার, এস আলম ট্রেডিং কোম্পানি, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসহ অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের নামে এসব ঋণ নেয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৩ জানুয়ারী ২০২৫