1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বাজার উত্থানে বড় ভূমিকায় ৮ কোম্পানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আগের দিনের মতো মঙ্গলবারও (২১ অক্টোবর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির দর বেড়েছে। এসব কোম্পানির দর বাড়ার কারণে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে বাজার উত্থানে ধরে রাখতে অর্ধেক ভূমিকা রয়েছে ৮ কোম্পানির

কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, রেনেটা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, রূপালী ব্যাংক এবং একমি ল্যাবরেটরিজ।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬৮.৬৬ পয়েন্ট বেড়েছে। আর উল্লেখিত ৮ কোম্পানির মাধ্যমে বেড়েছে ৩৮.৭২ পয়েন্ট। যা মোট সূচকের ৫৬ শতাংশ।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৬ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৫.১৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক বেড়েছে ১৮.৫৪ পয়েন্ট। যা মোট সূচকের ২৭ শতাংশ। কোম্পানি শেয়ারবাজারকে উত্থানে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে।

রেনেটা

আগের দিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৮৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২৮ টাকা ৪০ পয়সা বা ৪.৩৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক বেড়েছে ৬.৫৪ পয়েন্ট। কোম্পানি শেয়ারবাজারকে উত্থানে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

বিকন ফার্মা

আগের দিন বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৩ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১১৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৫.০৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক বেড়েছে ৩.২৬ পয়েন্ট। কোম্পানি শেয়ারবাজারকে উত্থানে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর প্রতি যখন বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায় তখন বাজার এমনিতেই ইতিবাচক ধারায় থাকে। বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে মৌলভিক্তি সম্পন্ন কোম্পানির প্রতি আস্থা বাড়াতে হবে। তবেই বাজার তার আপন গতিতে চলবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

এমডি নিয়োগ সামিট পাওয়ারে

  • ১ জানুয়ারী ২০২৫
  • লভ্যাংশ দেবে না বিআইএফসি

  • ৩০ ডিসেম্বর ২০২৪