বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। চার মাস আগে উৎপাদন সংকট দেখিয়ে দীর্ঘ সময় বন্ধ রাখার পর সোমবার এ অনুমতি পেয়েছে হিলি বন্দর।
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন ।
ভারতের কৃষি মন্ত্রণালয় এই নিদের্শনা জারির পর সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় রফতানিকারকদের মাধ্যমে এ ঘোষণা বাংলাদেশের আমদানিকারকদের হাতে এসে পৌঁছায়।
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, ভারত সরকার গেল ১৪ সেপ্টেম্বর উৎপাদন সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। তবে সে নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়ে একটি ঘোষণা আমাদের কাছে পাঠিয়েছে।
ইতোমধ্যে পেঁয়াজ আমদানি জন্য কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে। আমদানি শুরু হলে দেশের বাজার স্বাভাবিক হবে বলে জানান তিনি।