1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

বিএসইসি’র চেয়ারম্যান নিয়োগ নিয়ে কর্মকর্তাদের পাল্টাপাল্টি বিবৃতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বিএসইসি’র অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

কমিশনের নতুন চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিবৃতি দিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়।

অন্যদিকে, বিবৃতির প্রতিবাদে একই সংগঠনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ৬ জন সদস্য পাল্টা বিবৃতি দিয়েছেন।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজের বিষয়েও বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং তাঁকে চান না বলে লিখিত বিবৃতি দিয়েছেন বিএসইসির কর্মকর্তাদের সংগঠন।

কর্মকর্তাদের ওই বিবৃততি নিয়ম বর্হিভূত জানিয়ে তার এক দিন পর বুধবার পাল্টা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ৬ জন সদস্য।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ৬ জন সদস্য।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাপ্তরিক প্যাডে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র গত ১৩ আগস্ট রাতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয়, যা দৃষ্টিতে এসেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ওই পত্রে অন্যান্য বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, সদ্য নিয়োগকৃত বিএসইসির চেয়ারম্যান বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজঅ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মত বিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ড. মাশরুর রিয়াজের মতো বিতর্কিত ব্যক্তির জন্য কমিশনের কর্মপরিবেশ অনুকূলে হবে না, বিধায় ইতোমধ্যে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করার দাবি উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কিন্তু মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। নীতিগত কোন সিদ্ধান্ত কেবল মাত্র এজিএম/ইজিএম/কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত হওয়া বাঞ্চনীয়। এছাড়া রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রস্তাব কোন ফোরামে উপস্থাপনের অধিকার অ্যাসোসিয়েশনের নেই।

প্রতিবাদী কর্মকর্তারা আরও বলেন, মাসরুর রিয়াজকে নিয়ে যে প্রতিবাদ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটা একান্তই বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুর রহমানের নিজের। এর সাথে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ হেমায়েত হোসেন, নির্বাহী সদস্য একেএম ফারুক আলম ও নির্বাহী সদস্য মাহমুদা শিরিনের কোন সম্পর্ক নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ