1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

থামছেই না ডিএসইর পাগলা ঘোড়া, ১০ মিনিটে সূচক বাড়লো ২৬১ পয়েন্ট

  • আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সরকার পতনের পরের কার্যদিবস থেকে ছুটেই চলেছে ডিএসইর সূচকের পাগলা ঘোড়া। ইতিমধ্যে ভেঙে দিয়েছে সব রেকর্ড। আজও থামার নাম তো নিচ্ছেই না উল্টো লেনদেনের মাত্র ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বৃদ্ধি পেয়েছে ২৬১ পয়েন্ট। সূচক ছাড়িয়েছে ৬ হাজার পয়েন্ট।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের এই প্রধান পুঁজিবাজারের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর মাত্র ১০ মিনিটেই বৃদ্ধি পেয়েছে ৩৩৬ কোম্পানির শেয়ারের দর। লেনদেন ছাড়িয়েছে ১৯৪ কোটি ২৯ লাখ টাকা।

এদিন সকাল ১০ টা ১০ মিনিটে ‘ডিএসইএক্স’ সূচকের অবস্থান দাঁড়ায় ৬ হাজার ১৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৮ পয়েন্টে দাড়িয়েছে।

আলোচিত সময়ে লেনদেনে আংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দাম বেড়েছে ৩৩৬ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের দর।

বিশ্লেষকেরা মনে করছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং তারই স্নেহভাজন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নিয়ন্ত্রন সংস্থার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার ফলে ঘরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার, হবে কারসাজিকারী দুষ্টচক্র মুক্ত। আর এ কারণেই বাজারের উপর আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা। যার প্রতিফলন দেখা যাচ্ছে ডিএসইর সূচকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ