শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন আজ রোববার (১৪ জুলাই) শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইতে ফার্মা ও রসায়ন খাতের টেকনো ড্রাগসের ট্রেডিং কোড ‘টেকনোড্রাগস’ ও কোম্পানিটি কোড হলো ১৮৪৯৯।
আইপিও-তে পাওয়া শেয়ারটির ইস্যু মূল্য ছিল ২৪ টাকা। আর ডিএসইতে শেয়ারটি সর্বোচ্চ দামে অর্থাৎ ১০ শতাংশ বেশি দামে ৬ টাকা ৪০ পয়সায় শেয়ারটি লেনদেন শুরু হয়েছে।
আজ লেনদেনের প্রথম দিন ৫০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে ৫ বারে ২৩৭টি শেয়ার হালবদল হয়েছে।
উল্লেখ্য, টেকনো ড্রাগস আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি উত্তোলন করেছে। সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।