1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শেয়ারবাজারে ৫ দিনে সক্রিয় হলেন ৪ হাজার নিষ্ক্রিয় বিনিয়োগকারী

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

শেয়ারবাজারে নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে প্রায় চার হাজার নিষ্ক্রিয় বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সক্রিয় হয়েছে। তাতে বাজারে বেড়েছে সক্রিয় বিও হিসাবের সংখ্যা। নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করায় শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যাও কমে গেছে। শেয়ারবাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে শেয়ার আছে, এমন বিও হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬ হাজার ১৬৮টিতে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থাৎ ৪ জুলাই এ সংখ্যা ছিল ১৩ লাখ ২ হাজার ৩৪৬। সেই হিসাবে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ার আছে, এমন বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৮২২টি।

গত সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪৪ শতাংশ বা ২৭৪ কোটি টাকা বেড়েছে। পাশাপাশি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে সাড়ে ৫ হাজার পয়েন্টের ওপরে রয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সব মিলিয়ে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় থাকায় নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের একটি অংশ বাজারে সক্রিয় হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে সিডিবিএলের হিসাবে, গত সপ্তাহ শেষে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে প্রায় সাড়ে ১৪ হাজার। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৫৭৭। গত সপ্তাহের শেষ কার্যদিবসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৪১টিতে। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা ১৪ হাজার ৫৩৬টি কমেছে।

শেয়ারশূন্য বিও হিসাব কমার পেছনে বাজারে নতুন তালিকাভুক্ত হতে যাওয়া টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর বড় ভূমিকা রয়েছে বলে জানান বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। গত সপ্তাহে কোম্পানিটির আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে যুক্ত হয়েছে। এ কারণে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা কমে গেছে। বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের একটি বড় অংশ আইপিও–নির্ভর হয়ে গেছে। সেকেন্ডারি বাজারে দীর্ঘদিন ধরে মন্দাভাব থাকায় কিছু লাভের আশায় বিনিয়োগকারীদের বড় অংশই আইপিও শেয়ারে আবেদনে ঝুঁকছেন। বিশেষ করে লটারি প্রথা উঠে যাওয়ার পর প্রত্যেক আবেদনকারী আনুপাতিক হারে আইপিও শেয়ারের নিশ্চিত বরাদ্দ পান। আবার আইপিও শেয়ারে কমবেশি নিশ্চিত মুনাফারও নিশ্চয়তা রয়েছে। ফলে আইপিওতে বেশি আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। এ কারণে টেকনো ড্রাগসের আইপিওতে ২ হাজার ৪০০ কোটি টাকার রেকর্ড আবেদন জমা পড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আগামী রোববার থেকে টেকনো ড্রাগসের লেনদেন শুরু হবে শেয়ারবাজারে। তার আগে গত সপ্তাহে কোম্পানিটি আইপিও আবেদনকারীদের মধ্যে শেয়ার বণ্টন করেছে। কোম্পানিটির আইপিওতে যাঁরা সর্বনিম্ন ১০ হাজার টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ১১টি শেয়ার। সেই হিসাবে যাঁরা এক লাখ টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ১১০টি শেয়ার। তবে আনুপাতিক হারে ভগ্নাংশের হিসাব থাকায় যাঁরা বেশি টাকার আবেদন করেছেন, তাঁরা কয়েকটি শেয়ার বেশি পেয়েছেন। এ কারণে গত সপ্তাহে শেয়ারবাজারে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪