সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানের দিনে আজ ডিএসইতে ডজন খানেক কোম্পানির শেয়ার দিনের প্রায় সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের বিক্রেতা ছিল না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সালভো কেমিক্যাল, কাট্টলী টেক্সটাইল, বিচ হ্যাচারি, এইচআর টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, পেনিনসুলা চিটাগাং, বিবিএস কেবলস, রিপাবলিক ইন্সুরেন্স, ই-জেনারেশন, বিআইএফসি ও এমারেন্ডে ওয়েল।
কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যাল, কাট্টলী টেক্সটাইল, বিচ হ্যাচারি, এইচআর টেক্সটাইল ও দেশবন্ধু পলিমার লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটে ছিল।
বাকি ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, পেনিনসুলা চিটাগাং, বিবিএস কেবলস, রিপাবলিক ইন্সুরেন্স, ই-জেনারেশন, বিআইএফসি ও এমারেন্ড ওয়েলের শেয়ারও শেষ বেলায় ভালো ক্রেজে ছিল। তবে বিক্রেতা সংকেট ছিল না কোম্পানিগুলোর শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যাল, বিচ হ্যাচারি ও ই-জেনারেশন ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ তালিকায় ছিল।
কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়েছে ১০ শতাংশ থেকে ৮ শতাংশের বেশি।