1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

দুই পরিচালক তুলে নিলেন ২৭ গুণ মুনাফা

  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ লিমিটেডের দুই পরিচালক ১০ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করেছেন। যা কোম্পানিটির মোট শেয়ারের ৯.৮৮ শতাংশ।

এই শেয়ার বিক্রি করেই কোম্পানিটির দুই পরিচালক বাজার থেকে তুলে নিয়েছেন ২৭ গুণ মুনাফা। যা কোম্পানিটির যা পরিশোধিত মূলধনের ৩ গুণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেষ কর্মদিবস গত বৃহস্পতিবার সোনালি আঁশের প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ২৮৮ টাকা ৯০ পয়সায়। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দাম ২৬৫ টাকা থেকে ২৯৮ টাকা পর্যন্ত ওঠা-নামা করেছে। যা গড়ে প্রায় ২৮০ টাকা ছিল।

সেই হিসাবে কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা হিসাবে ওই দুই পরিচালক ২৭ গুণ মুনাফা তুলে নিয়েছেন। অন্যদিকে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৫ লাখ টাকা। ১০ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করে তারা তুলে নিয়েছেন ২৮ কোটি ৬০ লাখ টাকা। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের প্রায় ৩ গুণ।

কোম্পানিটির পরিচালক জাফর আহমেদ পাটোয়ারি ৫ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি করেছেন। যা বিক্রি করার জন্য গত ৩০ এপ্রিল ঘোষণা দিয়েছিলেন।

আরেক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিক্রি করেছেন ৫ লাখ ৭২ হাজার শেয়ার। যা বিক্রি করার জন্য তিনি গত ২৮ এপ্রিল ঘোষণা দিয়েছিলেন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪