বিদায়ী সপ্তাহের সোমবার (০১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (৩০ জুন-০৪ জুলাই) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।
এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩২৯টির দর বেড়েছে, ৪০টির দর কমেছে, ২৪টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৩৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মার ২০.৬৯ শতাংশ, রতনপুর স্টিলের ১৮.০৫ শতাংশ, জেমিনি সী ফুডের ১৭.৫৩ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৭.২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০৭ শতাংশ, সাইফ পাওয়াটেকের ১৬.০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫.৭৫ শতাংশ, নাভানা সিএনজির ১৫.৪৫ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৫.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।