শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত এক মাস ধারাবাহিকভাবে বেড়েছে কোম্পানিটির শেয়ার দর। এতে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০ শতাংশের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই বলছ, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৬ জুন ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার (০২ জুলাই) কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ ৯ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ২০ পয়সা বা ৪০ শতাংশের বেশি।