শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।
বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৩শ কোটি টাকা সংগ্রহ করবে। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
বৃহস্পতিবার (২৭ জুন) আনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত কার্যকর হবে।