দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ৩৪২ টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ জুন) কে অ্যান্ড কিউয়ের দর আগের দিনের তুলনায় কমেছে ৬ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯৮ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপারের দর আগের দিনের তুলনায় কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯৭ শতাংশ। আর ৪ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।
আজ দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইফিউশন, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উসমানিয়া গ্লাস, আনোয়ার গ্যালভানাইজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।