দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯১টি কোম্পানির লেনদেনের মধ্যে ২৬ টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ জুন) সানলাইফ ইন্স্যুরেন্সেরে দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৮৯ পয়সা। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৫ পয়সা। আর ১ টাকা বা ৪ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যন্য কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশে, জেএমআই হসপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ড, উত্তরা ব্যাংক এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।