ধারাবাহিক পতনের তাণ্ডবে নাস্তানাবুদ দেশের শেয়ারবাজার। এমন পতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করছে নানা রকম অস্থিরতা। তবে বিদায়ী সপ্তাহে বাজারে কিছুটা ভিন্ন রুপ দেখা গেছে। আলোচ্য সপ্তাহের ৫ কর্মদিবসের মধ্যে ৩ কর্মদিবসে বাজারে উত্থান হয়েছে। বিশষ করে শেষ কর্মদিবসের উত্থান প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে।
বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) দেশের উভয় শেয়ারবাজারে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, ফরচুন সুজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, তুং হাই নিটিং এবং ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ২১.৪২ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দর বৃদ্ধির তালিকায় কোম্পানিটি তৃতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩.০৩ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.২১ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি সপ্তম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.২৯ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার পঞ্চম স্থানে রয়েছে রূপলী লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৬০ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি অষ্টম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৮৮ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৫০ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৩৩ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার অষ্টম স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.২৩ শতাংশ।