সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে (২৬ মে-৩০ মে) কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৭ শতাংশ অবদান আলিফ ইন্ডাস্ট্রিজের।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের সপ্তাহজুড়ে গড়ে ১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ১৩ কোটি ৮০ লাখ টাকার।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গড়ে মেঘনা পেট্রোলিয়ামের ১২ কোটি ৭৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৫৫ লাখ টাকা, ইউনিলিভার কনজ্যুমারের ১১ কোটি ৫৫ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৩৩ লাখ টাকা, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০ কোটি ১৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৯৭ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।