দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানির মধ্যে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরিক্ষিত আর্থিক প্রতিদেন প্রকাশ করেছে ২৭টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়েছে ১৯টি কোম্পানির। একই সময় সম্পদমূল্য কমেছে ৮টির। জুন ক্লোজিংয়ের আরো ৪টি কোম্পানি এখনো তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ম্যারিকোর ক্লোজিং মার্চ এবং রেকিট বেনকিজারের ক্লোজিং ডিসেম্বর মাসে। যে কারণে এই দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্পদমূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, অ্যাকটিভ ফাইন, অ্যাডভেন্ট ফার্মা, এমবি ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ফার কেমিক্যাল, ইবনে সিনা, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, রেনেটা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা এবং স্কয়ার ফার্মা।
এসিআই ফরমুলেশন
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৬৪ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৪ টাকা ১২ পয়সা।
একমি ল্যাবরেটরিজ
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১০ টাকা ৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৫ টাকা ২৩ পয়সা।
অ্যাকটিভ ফাইন
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১০ পয়সা।
অ্যাডভেন্ট ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৭৭ পয়সা।
এমবি ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৯ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৫০ পয়সা।
বেক্সিমকো ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৯৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৮ টাকা ৫২ পয়সা।
সেন্ট্রাল ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৫১ পয়সা।
ফার কেমিক্যাল
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৩ টাকা ১৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১৯ টাকা ৪১ পয়সা।
ইবনে সিনা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১০ টাকা ৭ পয়সা।
জেএমআই হসপিটাল
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩২ টাকা ১২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ২৩ পয়সা।
কোহিনুর কেমিক্যাল
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫৪ টাকা ৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৩ টাকা ৫৮ পয়সা।
নাভানা ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪০ টাকা ৭১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
ওরিয়ন ইনফিউশন
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪ টাকা ৩২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৩০ পয়সা।
ওরিয়ন ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ২১ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৮১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৪ টাকা ৬ পয়সা।
ফার্মা এইডস
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৯১ টাকা ২৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১৭ টাকা ৩৮ পয়সা।
রেনেটা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৬৬ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১৬ টাকা ৭৫ পয়সা।
সালভো কেমিক্যাল
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৪ টাকা ৯২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১১৬ টাকা ৬৭ পয়সা।
সিলকো ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৩৮ পয়সা।
স্কয়ার ফার্মা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১২৯ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৭ টাকা ৪৪ পয়সা।