সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২৬ মে) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৬১ পয়েন্ট। এমন পতনের দিনেও সূচক ওঠাতে চেয়েছে৭ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসি পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইসক্রীম, ট্রাস্ট ব্যাংক, জেমএমআই হসপিটাল, গ্রামীণফোন, সী পার্ল রিসোর্ট ও রূপালী লাইফ ইন্সুরেন্স।
কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে আজ ডিএসইর আরও ধস রোধ হয়েছে এবং সূচকের পতন কমেছেপ্রায় ৭পয়েন্ট।
আজ ডিএসইর ধস ঠেকানো তালিকায় শীর্ষ কোম্পানি ছিল ইস্টার্ন ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন কমেছে ১.৩০ পয়েন্ট।
এদিন ডিএসইর ধস ঠেকানোর দ্বিতীয় কোম্পানি ছিল তাওফিকা ফুডস। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন কমেছে ১.২৪ পয়েন্ট।
একইভাবে আজ ডিএসইর সূচক ধস ঠেকানোর ভূমিকায় ছিল ট্রাস্ট ব্যাংক ০.৯৫ পয়েন্ট, জেএমআই হসপিটাল ০.৯৪ পয়েন্ট, গ্রামীণফোন ০.৬৮ পয়েন্ট, সী পার্ল রিসোর্ট ০.৪৮ পয়েন্ট এবং রূপালী লাইফ ইন্সুরেন্স ০.৪৫ পয়েন্ট।