1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

 ব্যাংক খাতে মূলধন বাড়ছে ১৬৫২ কোটি টাকা

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

দেশের ব্যাংক খাতে মূলধন বাড়ছে ১ হাজার ৬৫২ কোটি টাকার। ২০২৩ সমাপ্ত অর্থবছরে ঘোষিত স্টক ডিভিডেন্ডের মাধ্যমে এই মূলধন বাড়ছে।

ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক রয়েছে। সম্প্রতি ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৩টি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ডও দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

স্টক ডিভিডেন্ডের মাধ্যমে এসব ব্যাংকের মোট ১ হাজার ৬৫২ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৭৫৩ টাকার মূলধন বাড়বে।

ব্যাংকগুলোর মধ্যে- এবি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৮৭৮ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ৮৯৫ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকায়।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৯৬ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকায়।

ব্র্যাক ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৭৬৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৯৩০ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার টাকায়।

সিটি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৪৮১ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকায়।

ঢাকা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৩৯ লাখ ৬১ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৬ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৬৬ কোটি ৯৯ লাখ ৮১ হাজার টাকায়।

ডাচ বাংলা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৮৭৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৩২ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকায়।

ইস্টার্ন ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৩৫৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫২৭ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকায়।

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ১৫০ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ২০৮ কোটি ১৩ লাখ ৯৪ হাজার টাকায়।

গ্লোবাল ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ ১৯ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৯৮৭ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৩৬ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকায়।

আইএফআইসি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৮৩০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৭৬ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকায়।

আইএফআইসি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৮৩০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৭৬ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকা।

যমুনা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৮.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৯১২ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ৯৮২ কোটি ৭৩ হাজার টাকায়।

মার্কেন্টাইল ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১২৮ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকায়।

এনসিসি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১৯৫ কোটি ৯৪ লাখ ৪১ হাজার টাকায়।

এনআরবিসি ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৭ লাখ ৬৪ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ৮৫৯ কোটি ৭২ লাখ ৬৪ হাজার টাকায়।

ওয়ান ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৪ লাখ ২২ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ২৯ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ ২২ হাজার টাকায়।

পূবালী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৩০১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকায়।

শাহজালাল ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৩.০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১৪৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। সোস্যাল ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৩১ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৮৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১৪০ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকায়।

স্ট্যান্ডার্ড ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৮৮ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২৬ হাজার টাকায়।

সাউথইস্ট ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ২৮৫ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকায়।

ট্রাস্ট ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৮৫৮ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ৯২৬ কোটি ৭২ লাখ ৫১ হাজার টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ১ হাজার ৪৭৬ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫২৮ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকায়।

উত্তরা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অংকে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৮২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে ৯২৮ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫