1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

বাজারকে সাপোর্ট দিতে আইসিবি সিকিউরিটিজকে বিশেষ সুবিধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
Bsec-tower

টানা পতনের মুখে থাকা পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে আইসিবি সিকিউরিটজ লিমিটেডকে শেয়ার লেনদেনে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা আগামীকাল মঙ্গলবার (২১ মে) কার্যকর হবে।

সোমবার (২০ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিএসইসি সূত্র এই তথ্য জানা গেছে।

বিএসইসির নতুন নির্দেশনা অনুসারে, কাল থেকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ৫০ কোটি টাকার নন-মার্জিন লিমিট পাবে। অর্থাৎ ওই লেনদেনের বিপরীতে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে না। বর্তমানে অন্যান্য ব্রোকারহাউজের মত আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডেরও নন-মার্জিন পরিমাণ ১০ কোটি টাকা।

তবে নন-মার্জিন লিমিটের পরিমাণ বাড়লেও এর বিপরীতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড অথবা এর প্যারেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে গ্যারান্টি দিতে হবে।

পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নানা কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠি তাদের হীন উদ্দেশ্যে বাজারে নানারকম গুজব ছড়াচ্ছে। তাতে বাজারে বিক্রির চাপ বেড়ে যাচ্ছে, কমছে ক্রেতা। এমন অবস্থায় রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠান হিসেবে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড বাজারে তার লেনদেন বাড়িয়ে বাজারকে সাপোর্ট দিতে চায়, যাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। তাদেরকে বাড়তি লেনদেন করার সুযোগ দেওয়ার লক্ষ্যে ফ্রি লিমিটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪