1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

দাপট কমেছে ‘জেড’ ক্যাটাগরির

  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
Z Catagory

পবিত্র ঈদুল ফিতরের পর থেকে ক্রমেই দাপটহীন হয়ে পড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি, যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক। এর আগে দেখা গেছে ‘জেড’ ক্যাটাগরির দৌড়াত্যে বাজারের অবস্থা টালমাটাল অবস্থা ছিল। ‘জেড’ ক্যাটাগরির দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপটে পিছিয়ে পড়েছিল ভালো মৌলভিত্তির কোম্পানি। সূচক বৃদ্ধিতে বা কমার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো। এর ফলে বাজারে স্থিতিশীলতা আসেনি। ঘুরেফিরে পতনের বৃত্তে অবস্থান করতে দেখা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, ঈদ পরবর্তী সপ্তাহে অর্থাৎ আগের সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৮টি এবং ‘বি’ ক্যাটাগরির ২টি কোম্পানি ছিল। কোন ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি এ তালিকায় জায়গা পায়নি।

এদিকে, গত সপ্তাহে (২৮এপ্রিল-০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৫টি, ‘বি’ ক্যাটাগরির ৩টি, ‘এন’ ক্যাটাগরির ১টি এবং ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ছিল। শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি জেএমআই সিরিঞ্জের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.০১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২৬ টাকা ৬০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৪০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ‘বি’ ক্যাটাগরির এপেক্স ট্যানারির শেয়ার দর বেড়েছে ২২.৬৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা।

২২.৫০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ‘এন’ ক্যাটাগরির এশিয়াটিক ল্যাবরেটরিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ‘এ’ ক্যাটাগরির সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২২.৪৪ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির সোনারগাঁও টেক্সটাইলের ২২.৩২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২২.১২ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২০.৬৭ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির ম্যাকসন স্পিনিংয়ের ২০.৩৫ শতাংশ, ‘এ’ ক্যাটাগরির ফারইস্ট নিটিংয়ের ২০.০০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৯.৬৬ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪