সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩০০টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনে তুলনায় ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।
আর ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমক্যিাল রিফাইনারি পিএলসি।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের দর বেড়েছে ৯.৯২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৯০ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ৯.৮৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৭২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৪০ শতাংশ এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ৮.৯৮ শতাংশ।