বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার্মা ও রসায়ন খাত। আলোচ্য সপ্তাহে এই খাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২.৯০ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় তথ্য জানা গেছে।
ইবিএল-এর তথ্যনুযায়ী, ১৩.৪০ শতাংশ লেনদেন করে খাতভিত্তিক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য খাতের শেয়ার। আর বস্ত্র খাতে ১২.০০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১১.৭০ শতাংশ, ব্যাংক খাতে ৬.৬০ শতাংশ, ভ্রমণ খাতে ৪.৬০ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৫০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৪.১০ শতাংশ, সিরামিক খাতে ৪.০০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৩.৪০ শতাংশ, টেলিকম খাতে ২.০০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৮০ শতাংশ, বিবিধ খাতে ১.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৭০ শতাংশ, ট্যানারি খাতে ১.৪০ শতাংশ, জীবন বীমা খাতে ১.৩০ শতাংশ, আর্থিক খাতে ১.৩০ শতাংশ, পেপার খাতে ০.৯০ শতাংশ, সেবা খাতে ০.৮০ শতাংশ এবং পাট খাতে ০.১০ শতাংশ লেনদেন হয়েছে।