1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

এ’ ক্যাটাগরিতে সুবাতাস

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) টানা দরপতনের কবলে ছিল দেশের শেয়ারবাজার। এর মধ্যেও ‘এ’ ক্যাটাগরিতে সুবাতাস বইতে দেখা গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনার তালিকায় ৮টি কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির। একই সময়ে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় ছিল ‘বি’ ক্যাটাগরির ২ কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকা পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৯৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৯৭ টাকা ৬০ পয়সা।

গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬১১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১৪ টাকা ১০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা কহিনুর কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ২১.৮০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫১২ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬২৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১১১ টাকা ৭০ পয়সা।

১৭.৯৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ফার্মা এইডস ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬১০ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৭২০ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১০৯ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ‘এ’ ক্যাটাগরির অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইজেনারেশনের ১৭.৪৬ শতাংশ, আইটিসির ১১.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৫১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.৯৫ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫৭ শতাংশ এবং বিডি থাই ফুডসের ৮.০৬ শতাংশ দর বেড়েছে।

এদিকে, ‘বি’ ক্যাটাগরির দুই কোম্পানির মধ্যে আরডি ফুডের ১০.৬৭ শতাংশ এবং বিডি থাই ফুডসের ৮.০৬ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪