বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) পতন প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের ৫ কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসেই বাজারের পতন হয়েছে। বাজারের এমন পতনের মধ্য দিয়েও দেশের উভয় স্টকে দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, ই-জেনারেশন, আইটি কনসাল্ট্যান্টস, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ২২.৯৩ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকায়ও কোম্পানিটি প্রথম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৫৮ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৮০ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায়ও কোম্পানিটি দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.০৮ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে ই-জেনারেশন। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৪৬ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায় কোম্পানিটি দশম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৯৪ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইটি কনসাল্ট্যান্টস। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৬৭ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায়ও কোম্পানিটি পঞ্চম স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৬৫ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার নবম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ইউনিট দর বেড়েছে ৯.৫৭ শতাংশ।
সিএসইর গেইনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ১৪.৪১ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দশম স্থানে রয়েছে বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.০৬ শতাংশ।
সিএসইর গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.২৫ শতাংশ।