বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫৭টির দর বেড়েছে, ৩২৭টির দর কমেছে, ১০টির দর অপরিবর্তিত ছিল এবং ১৮টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৯.৮৬ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১৮.৫৭ শতাংশ, সিটি ব্যাংকের ১৭.১৮ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ১৭.১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৬০ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৫.৫১ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৫.২৮ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৫.২৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৪.৮৬ শতাংশ এবং জিবিবি পাওয়ার লিমিটেডের ১৪.৬৮ শতাংশ শেয়ারদর কমেছে।