1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে এসএমই মার্কেটে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ ২৫ এপ্রিল সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৫ এপ্রিল এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৭.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬২৫.৩৭ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২টি এবং কমেছে ১৬টির।

এদিন এসএমইতে ৪০ লাখ ২৫ হাজার ৯৬৭টি শেয়ার ২ হাজার ৯৬৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ১০ লাখ ৫৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১৭ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হিমাদ্রী। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২৩ টাকা ৭০ পয়সা বা ৪.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৯ টাকায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা আল মদিনা ফার্মার ৩০ পয়সা বা ০.৭৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল বেঙ্গল বিস্কিট। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৪.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি পেইন্টসের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৫ লাখ ৫১ হাজার ২৪২টি শেয়ার ৪৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ১১ হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪