পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির মালিকাধীন নেপালের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নেপাল ব্যাংক লিমিটেড’ এর শেয়ার বিক্রি সম্পন্ন হয়নি। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংকের হাতে থাকা নাবিল ব্যাংকের শেয়ার বিক্রির বিষয়ে সারিকা চৌধুরী নামের একজনের সাথে সমঝোতা স্মারকও সই হয়েছিলো। তিনি নাবিল ব্যাংকে থাকা আইএফআইসির সব শেয়ার ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু নেপাল রাষ্ট্র ব্যাংকের অনুমতি না পাওয়ায় এ শেয়ার বিক্রি সম্পন্ন হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাবিল ব্যাংকের পূর্বনাম ছিলো নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড। যেখানে আইএফআইসি ব্যাংকের ৪০ দশমিক ৪১ শতাংশ শেয়ার বা প্রায় ৪ কোটি ১২ লাখ শেয়ার রয়েছে। তবে টেকসই ব্যবসার কোনো সম্ভাবনা দেখতে না পাওয়ায় শেয়ারগুলো বিক্রি করে দিতে চেয়েছিলো আইএফআইসি।
এদিকে ঘোষিত শেয়ার বিক্রি করতে না পারায় নাবিল ব্যাংকের প্রমোটার শেয়ারহোল্ডার হিসেবে কাজ করবে আইএফআইসি ব্যাংক। ডিএসইর ওয়েবসাইটে ব্যাংকটি এমন তথ্য জানিয়েছে।