আজ ১৬ এপ্রিল, মঙ্গলবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ইউনিট দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে প্রতিষ্ঠানগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। প্রতিষ্ঠানটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৯ টাকা ৫০ পয়সা। আজ প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন দর শুরু হয়েছে ৯ টাকা ৭০ পয়সায়। ইউনিটটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০ টাকা ৪০ পয়সা। এই হিসেবে প্রতিষ্ঠানটির ইউনিট দর ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ লাখ ২৬ হাজার ৭৪২টি ইউনিট ৩১৪ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৩ লাখ ৩৪ হাজার টাকা।
এছাড়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়ে ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়ে ১ টাকা বা ৯.১৭ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়ে ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।