1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

সাধারণ ও অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড

  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সাধারণ শেয়ার ও অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু সম্পন্ন করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারে সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করেছে, যার আর্থিক মূল্য ৪০২ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়া ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার আর্থিক মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকা। অর্থাৎ সাধারণ ও অগ্রাধিকারমূলক শেয়ার মিলিয়ে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকা সমপরিমাণের শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড।

এর আগে গত ৬ এপ্রিল কোম্পানিটির বোর্ড সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে সাধারণ ও অগ্রাধিকার ‘শেয়ার সার্টিফিকেট’ হস্তান্তর করা হয়।

কোম্পানিটি জানায়, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের শুরউ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে সরকারের ইক্যুইটি হিসেবে প্রদত্ত টাকার বিপরীতে এ শেয়ার ইস্যু করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ