পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ারদর ফ্লোর প্রাইস আরোপের পর থেকেই এক প্রকার স্থির হয়ে ছিল। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরই দর হারাতে থাকে কোম্পানিগুলোর শেয়ার। অবশ্য গত সপ্তাহে অধিকাংশ শীর্ষ কোম্পানির বাজার মূলধন বেড়েছে। এর মধ্যে শীর্ষ সাত কোম্পানির বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা। অন্যদিকে এ সময়ে দুটি কোম্পানির বাজার মূলধন কমার বিপরীতে অপরিবর্তিত ছিল একটির বাজার মূলধন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ৫৯৪ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহ শেষে ৩২ হাজার ৪৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩১ হাজার ৮৪০ কোটি টাকা।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে ৫৬৬ কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৪৩২ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ৮৬৬ কোটি টাকা। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বাজার মূলধন গত সপ্তাহ শেষে ২১ হাজার ৭৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২১ হাজার ৪২৭ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন ৩০২ কোটি টাকা বেড়েছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) বাজার মূলধন গত সপ্তাহ শেষে ৯৩ কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ৮ হাজার ৪০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৩০৭ কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন গত সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫৫ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ২২৪ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩১ কোটি টাকা।
রেনাটা লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ২৫ কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ৮ হাজার ৮২০ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৭৯৫ কোটি টাকা। গত সপ্তাহ শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ১৮ কোটি টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ১৯ হাজার ৩০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৯ হাজার ২৮৯ কোটি টাকা।
গত সপ্তাহ শেষে রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ২৬২ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ১৪ হাজার ৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৩৫২ কোটি টাকা। লাফার্জহোলসিম বাংলাদেশের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ৯৩ কোটি টাকা কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ৭ হাজার ৮৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ৯৯০ কোটি টাকা। এদিকে গত সপ্তাহ শেষে বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৭ কোটি টাকায়, যা আগের সপ্তাহেও একই ছিল।