পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছে থাকা ফান্ডটির ১ কোটি ৬০ লাখ ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ ইউনিট বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬ টাকা ৮০ পয়সা। গত এক বছরের ফান্ডটির ইউনিট দর ৬ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকার মধ্যে ওঠানামা করেছে।