সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩২ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর দাঁড়ায় ৪২ টাকা ৮০ পয়সায়।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা।