সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি অ্যান্ড এ টেক্সটাইলস্ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সি অ্যান্ড এ টেক্সটাইলসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৯১ শতাংশ।
বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, জাহিন স্পিনং, প্যাসিফিক ডেনিমস, লিগাসি ফুটওয়ার লিমিটেড।