বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে মেঘনা পেটের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমকি ৮০ শতাংশ। আর ৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ দশমিক ৬৪ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪ দশমিক ১৯ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৩ দশমিক ৮৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৬ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।