গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এলো ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রতিষ্ঠানটি চারটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। নতুন সেবাগুলো হচ্ছে- ঝটপট ব্যালেন্স অনুসন্ধান, ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং, কানেক্ট টু ব্যাংক ও ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল।
সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা ঢাকার সোনারগাঁও হোটেলে সেবাগুলোর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝটপট ব্যালেন্স অনুসন্ধান সার্ভিসের মাধ্যমে গ্রাহক তার অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নম্বর থেকে ০৯৬১৭৫১৬২৫৯ নম্বরে একটি মিসড কল দিয়ে বিনা খরচে অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন। ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং সার্ভিসে গ্রাহক এনআইডি নম্বর ও ছবি আপলোড করে এ ব্যাংকে ‘পারসোনাল রিটেইল’ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যাংক কর্মকর্তার সহায়তায় সেলফিন আ্যাপে বাংলা কিউআর কোড জেনারেট করে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন।
এতে আরো বলা হয়েছে, বাংলা কিউআর কোডের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাপ, বিকাশ, উপায় ইত্যাদি থেকেও পেমেন্ট নেওয়া যাবে।
ইসলামী ব্যাংক জানিয়েছে, কানেক্ট টু ব্যাংক একটি করপোরেট ইন্টারনেট ব্যাংকিং মডিউল। এ মডিউলের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের বেতন, ইউটিলিটি বিল, বৃত্তি ও সরকারি ভাতা প্রদান, বিনিয়োগের প্রস্তাব প্রদান, ঋণপত্র খোলার অনুরোধ, বেতন হিসাব খোলা, হিসাব বিবরণী দেখা থেকে শুরু করে বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাবে।
ইসলামী ব্যাংক হেলপ পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করে তাৎক্ষণিকভাবে নিজের হিসাব ও কার্ডের ব্যালেন্স, হিসাবের বিবরণী থেকে শুরু করে এটিএম লেনদেনে সমস্যার ক্ষেত্রে অভিযোগ দাখিল করা এবং দাখিল করা অভিযোগের সর্বশেষ অবস্থান দেখা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী প্রমূখ।