শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ ২’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ ২’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।