ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ মার্চ) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ। আর ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৫১ শতাংশ শেয়ার দর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দরপতনের শীর্ষে তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি এগ্রো বায়োটেক, ইনটেক লিমিটেড, আফতাব অটোমোবাইলস, লিগ্যাসি ফুটওয়্যার, দেশবন্ধু পলিমার, এশিয়াটিক ল্যাবরটরিজ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।